নুসরাত ফারিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন মা

৮ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তখনও তিনি অচেতন ছিলেন।

একরাত চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়েছে। এ কারণে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাসায় নিয়ে যাওয়া হয়েছে তাকে।

নুসরাত ফারিয়ার ঘরে ফেরার বিষয়টি তারকা সংবাদকে নিশ্চিত করেছেন তার মা ফেরদৌসি পারভীন।

তিনি বলেন, গতকাল রাতে তাকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু শুক্রবার ডিউটি ডাক্তার নেই। দুদিন পরে সিটি স্ক্যান করতে হবে। যেহেতু ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, মেন্টালি প্রেসারে আছে তাই দুদিন পরেই সিটি স্ক্যান করবো।

আরও পড়ুন: নুসরাত ফারিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন মা

গেল কয়েক মাস ধরে দিনরাত একাকার করে কাজ করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। তার মা বলেন, মূলত সে দুমাস যাবৎ মাথা যন্ত্রণায় ভুগছে। কিছুদিন আগে বাইরে চেকআপ করিয়েছিল কিন্তু তখন মাইগ্রেনে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু সে মাথা ব্যথায় ছটফট করতো। ঠিকমতো ঘুমাতে পারতো না। সে যেদিন শুটিংয়ে বেশি লাইটের সামনে কাজ করে, সেদিন তো আরও বেশি মাথা ব্যথায় ভোগে।

তিনি আরও বলেন, ঠিকমত না খাওয়া সেই সঙ্গে মাথায় ব্যথায় ওষুধ এবং ঘুমের ওষুধ একসঙ্গে খাওয়ায় তাকে সবকিছু একসাথে অ্যাটাক করেছে। ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবে। তাকে যারা পছন্দ করে তাদের উদ্দেশে বলতে চাই, ফারিয়ার জন্য সবাই দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published.