পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়ানো ফেরদৌসের ছবি ভাইরাল

পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন ঢাকাই সিনেমার নায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। শুক্রবার (১৫ মার্চ) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি ছবি পোস্ট করেছেন তিনি।

ছবিটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যে ১০ হাজার লাইক পড়ে।

ছবিতে ফেরদৌসকে হাজীদের পোশাকে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে কাবার চতুর্দিকে হাজীদের তাওয়াফ করার দৃশ্যও রয়েছে।

ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

ছবি পোস্ট করে ফেরদৌস লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

তার এ পোস্টটি দৃষ্টি এড়ায়নি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। মন্তব্যের ঘরে প্রিয় তারকার জন্য শুভ কামনা জানিয়েছেন তারা।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন তিনি।

‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এ নায়ক বর্তমানে সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অংশ নিয়েছিলেন। ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন এ তারকা।

ফেরদৌস অভিনীত অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘গঙ্গাযাত্রা’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘এক কাপ চা’, ‘পৃথিবী আমারে চায় না’, ‘প্রেমের জ্বালা’, ‘বউ-শাশুড়ির যুদ্ধ’, ‘প্রাণের মানুষ’, ‘নন্দিত নরকে’, ‘চন্দ্রকথা’, ‘আমার আছে জল’, ‘খায়রুন সুন্দরী’, ‘দুই নয়নের আলো’, ‘ফুলের মত বউ’ ইত্যাদি।

ফেরদৌস বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনাও করছেন। উপস্থাপনায়ও সমানতালে সুনাম অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি।