পরকীয়া বন্ধে কঠোর আইন চান অপু বিশ্বাস, বললেন—পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বরাবরই অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছেন। পরকীয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তিনি সরব থাকেন নানা সময়েই।

গত বছর এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বলেছিলেন, “বর্তমানে আমাদের সমাজে পরকীয়ার মাত্রা বেড়ে গেছে। অনেক সময় দেখা যায়, কেউ জেনেও অন্যের স্বামীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন। এমন ঘটনা অহরহ ঘটছে।”

এই প্রবণতার পেছনে বিশেষ কারণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকেই দায়ী করেন অপু। তিনি বলেন, “অনেক নারী ফেসবুক, মেসেজ কিংবা অন্যান্য অনলাইন যোগাযোগের মাধ্যমে প্রলোভনের শিকার হচ্ছেন। এসব মিডিয়া এখন অনেক ক্ষেত্রেই বিপজ্জনক হয়ে উঠেছে।”

সম্প্রতি ঈদ-পরবর্তী একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে ‘র‍্যাপিড ফায়ার’ সেগমেন্টে ফের পরকীয়াবিরোধী অবস্থান ব্যক্ত করেন তিনি। সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে অপু বলেন, “যদি সুপার পাওয়ার পেতাম, তাহলে পরকীয়া বন্ধ করে দিতাম। এমন আইন করতাম, যাতে দশজনের সামনে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।”

ব্যক্তিগত জীবনের এক অভ্যাস বদলাতে চাইলেও জানান এই নায়িকা। বলেন, “মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা বদলানো দরকার।”

অনুষ্ঠানে অংশ নিয়ে কয়েকজন তারকা সম্পর্কে মতামতও জানান অপু বিশ্বাস। শাকিব খানকে তিনি বলেন ‘সৃষ্টিশীল ও ব্যবসায়ী’, মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’ এবং আফরান নিশোকে আখ্যা দেন ‘একটু দাম্ভিক’ হিসেবে।

চিরাচরিত ভদ্র ও সোজাসাপ্টা বক্তব্যের জন্য পরিচিত অপু বিশ্বাস ফের প্রমাণ করলেন, অনৈতিকতার বিরুদ্ধে তিনি বরাবরই অনড়।

Leave a Reply

Your email address will not be published.