প্রেক্ষাগৃহে ঝড় তুলছে ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে বিদ্যা সিনমা মিম অভিনীত সিনেমা ‘পরান’। ঈদে এমনিতেই দর্শকরা সিনেমা দেখেন। সেই ধারাবাহিকতায় এ সিনেমাটিও দর্শক দেখছেন বলে জানিয়েছেন এ নায়িকা। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজি। প্রযোজনা সূত্রে জানা গেছে, এটি বরগুনার আলোচিত রিফাত হত্যাকাণ্ড নিয়ে তৈরি হয়েছে। যেখানে মিন্নি নামের এক মেয়ে পরকীয়ায় জড়িয়েছে নয়ন বন্ড নামের এক ছেলের সঙ্গে।
রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর নয়ন বন্ড পুলিশের সঙ্গে ক্রসফায়ারে মারা যায়। পরে জানা যায়, রিফাত খুনের মাস্টারমাইন্ড মিন্নি। বিচারে মিন্নির ফাঁসির রায় হয়। বর্তমানে মিনি কারাগারে রয়েছেন। এ ঘটনাকে উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এ সিনেমায় মিন্নির চরিত্রে অভিনয় করেছেন মিম। সিনেমায় এ চরিত্রের নাম অনন্যা। ঈদে মাত্র এগারোটি সিনেমাহলে এটি মুক্তি পেয়েছে।
তবু সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত এ নায়িকা। বিদ্যা সিনহা মিম বলেন, ‘সর্বশেষ আমার অভিনীত সাপলুডু নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। এরপর করোনার কারণে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসে। নানা প্রতিকূলতা পেরিয়ে আমাদের জীবন এখনো স্বাভাবিক হয়নি। কবে হবে তাও জানি না। তারপরও আমরা আশায় বুক বাঁধি। পরান নিয়ে আমরাও সেই আশায় বুক বেঁধেছি।
এরই মধ্যে সিনেমার গানগুলো দর্শকের কাছে ভালোলাগার সৃষ্টি করেছে। দর্শকের কাছে অনুরোধ থাকবে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার জন্য।’ এদিকে এবারের ঈদ উপলক্ষ্যে বিদ্যা সিনহা মিম চারটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন। এগুলো হলো জামাল মল্লিকের ‘চেহারা’, ভিকি জায়েদের ‘কার্ণিশ’, সঞ্জয় সমাদ্দারের ‘মনের মানুষ’ ও ওসমান মিরাজের ‘রিস্কি লাভ’।