‘পরিশ্রমই ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে’

ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী অপু বিশ্বাস। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দেন তিনি।

গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে তিনি ব্যায়াম করছেন। অবশ্য এর আগেও তিনি ব্যায়াম করার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

ছবির ক্যাপশনে অপু লিখেছেন, ‘ধৈর্য এবং নিজের ওপর আস্থা অক্ষুণ্ন রাখলে পরিশ্রমই ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে।’

অপু তার ফেসবুকে এ ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা মন্তব্যের ঘর প্রশংসায় ভাসাচ্ছেন। এমএস শাহিন নামের একজন মন্তব্য করে লিখেছেন, ‘অনেক অনেক সুন্দর লাগছে। মাশাল্লাহ খুব সুন্দর একটা ছবি। সবার জন্য অভিরাম ভালোবাসা।’ সাব্বির নামের একজন লিখেছেন, ‘অসাধারণ হয়েছে আপনার ছবিটি আপু।’ শুধু ছবি নয়, পাশাপাশি অপুর স্ট্যাটাসটিরও প্রশংসা করছেন অনেকেই।

অপু বিশ্বাসের সিনেমার কাজ কমে গেছে। তিনি এখন ইউটিউবকে কাজের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। বড়পর্দায় তাকে দেখা যায়নি এ বছর, তবে দেখা গেছে টেলিভিশন বিজ্ঞাপনে। সম্প্রতি তিনি ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবার হিসেবে যাত্রা করেছেন।

অপু বিশ্বাসকে কেনো সিনেমায় দেখা যাচ্ছে না? সম্প্রতি এ প্রশ্নের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। সর্বশেষ গত বছর তাকে দেখা যায় বড়পর্দায়, তার নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’তে।

এতে তার বিপরীতে নায়ক ছিলেন সাইমন সাদিক। ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা করে নেয় সিনেমাটি। তারপর থেকে নিয়মিত শোরুম উদ্বোধনের অতিথি হয়ে যান এ নায়িকা।

সম্প্রতি একটি শোরুমের উদ্বোধনে অপু বিশ্বাস কথা বলেন সাংবাদিকদের সামনে। তাকে জিজ্ঞেস করা হয়, কেনো সিনেমায় দেখা যাচ্ছে না তাকে? জবাবে পাল্টা প্রশ্ন তোলেন অপু বিশ্বাস, ‘সিনেমা আসলে হচ্ছে কটা? আমাকে সবসময় বলা হয়, সিনেমা কেনো করছেন না! এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমা মানের বিষয়টা। আমি সেটাই দেখছি। যেহেতু আমি সিনেমার মানুষ, আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন।’