পরীমনির বিরুদ্ধে অপপ্রচার: গৃহকর্মী পিংকি আক্তারসহ ৫ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটনার অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে মামলার আবেদন করেন পরীমনি। আদালত তার জবানবন্দি রেকর্ড করে এবং ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৮ জুলাইয়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সেদিন আদালতে উপস্থিত ছিলেন পরীমনি নিজেই। তার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব।

এর একদিন আগে, মঙ্গলবার পিংকি আক্তার নিজেও পরীমনির বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে।

পরীমনির দায়ের করা মামলায় পিংকি আক্তার ছাড়াও মোরশেদ সুমন, ‘প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট’, ‘পিপল নিউজ’ এবং ‘ডিজিটাল খবর’ নামের অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, পিংকি আক্তার উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং তা বিভিন্ন অনলাইন মাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে। এতে সমাজে পরীমনির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

জানা যায়, গত ৫ মে পিংকি আক্তার পরীমনির বাসায় বাচ্চা দেখাশোনার কাজ শুরু করেন এবং ২৭ মার্চ ২০ হাজার টাকা গ্রহণ করেন। ২ এপ্রিল তিনি বাসা থেকে চলে যান। এরপর থেকেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন পরীমনি।

মামলায় বলা হয়, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে ভিডিও তৈরি ও প্রচার করে পরীমনিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।