পাকিস্তানকে ধবলধোলাই, যা বললেন শুভ

একবারই মাত্র নিজেদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিলো পাকিস্তান। ইংল্যান্ডের কাছে। এবার দ্বিতীয়বারের মত সেই লজ্জার মুখোমুখি হলো তারা। এবার তারা হলো ‘বাংলাওয়াশ’।

টেস্ট ক্রিকেটে সব সময়ই শক্তিশালী পাকিস্তান। ঘরের মাঠে তো দুর্বোধ্যই। কিন্তু সেই দলটি নিজেদের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হারলো ২-০ ব্যবধানে। সেই আনন্দে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ঐতিহাসিক জয়! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সাবাশ টাইগার্স।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরব ছিলেন শুভ। হঠাৎ জানা যায়, স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। এর আগে জানুয়ারি মাসে হারিয়েছেন মাকে। জীবনে একের পর এক ধাক্কা সামলাতে গিয়ে পর্যুদস্ত এই অভিনেতা। তাই নিরবতা হয়ে উঠেছিল তার পথ্য। দেশে বন্যা শুরু হলে অবশ্য ফেসবুকে সরব হয়েছিলেন শুভ। তারপর মানুষের তোপের মুখে পড়ে আবারও নিরব হয়ে যান তিনি।

বাংলাদেশে ‘নূর’, ‘নীলচক্র’সহ আরিফিন শুভর বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া বেশ কয়েকটি ভারতীয় সিরিজ ও সিনেমায় তার অভিনয়ের কথা জানা গেছে যেগুলো শিগগিরই মুক্তি পাবে। ঢাকায় সর্বশেষ ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে ‍মুজিব চরিত্রে দেখা গিয়েছিল তাকে।