ঘটনাটি প্রায় বছর দুই আগের। ‘সুড়ঙ্গ’ ছবিতে কাস্টিং নিয়ে তারকা অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে হালের জনপ্রিয় পরিচালক রায়হান রাফির সম্পর্কের টানাপোড়েন শুরু।
দীঘি অভিযোগ করে বলেছিলেন, রাফি তার প্রেমিকাকে কাস্টিং করতে তাকে বাদ দিয়েছেন।
খবরটি সংবাদমাধ্যমে প্রচারের পর বেশ কড়া ভাষায় দীঘির সমালোচনা করেন রাফি। শুধু তাই নয় দীঘির ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছিলেন এই নির্মাতা। বলেছিলেন, ‘সে স্লিম না, আনফিট। আর ও যেগুলো করে সেগুলো নিয়ে আমি তাকে দিয়ে সিনেমা বানাতে পারবো না। টিকটক করে আলোচনায় থাকা যায় না।’
দুই বছর পর এবার সেই দীঘিতেই ভরসা খুঁজছেন নির্মাতা রায়হান রাফী। যদিও বিষয়টি এখনও গুঞ্জন পর্যায়ে রয়েছে। তবে অনুমান করা যাচ্ছে, এবার আর দীঘির বদলে অন্য কাউকে দেখার সম্ভাবনা নেই। নির্ভরযোগ্য সূত্র তেমনটাই নিশ্চিত করেছে।
জানা গেছে, চরকির একটি সিরিজ বানাতে যাচ্ছেন রায়হান রাফী। যার মূল চমক হিসেবে থাকবেন জাহিদ হাসান। সঙ্গে প্রার্থনা ফারদিন দীঘি। শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
রাফীর সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই জানিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন দীঘি। তার ভাষ্য, ‘ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই।’
এ বিষয়ে রাফী বলেন, ‘একটি সিরিজের বিষয়ে কথা হচ্ছে দীঘির সঙ্গে। জাহিদ হাসানও থাকবেন। তবে এখনও চূড়ান্ত নয়। আমরা কিছুটা সময় চাই, এরপর গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেব!’