ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ও আফরান নিশোর ‘দাগি’, যা দুই তারকাকে আবারও প্রেক্ষাগৃহে প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি করেছে। এরই মধ্যে সামনে এসেছে ২০২৩ সালে শুরু হওয়া শাকিব-নিশোর পুরোনো দ্বন্দ্ব। সেই প্রসঙ্গেই এবার শাকিব খানকে বিশেষ বার্তা দিয়েছেন নিশো।
এক সাক্ষাৎকারে নিজের অভিনীত ‘দাগি’ নিয়ে কথা বলতে গিয়ে নিশো সমালোচকদের উদ্দেশ্যে বলেন, “যারা সিনেমা হলে গিয়ে ‘দাগি’ দেখেছেন, তারা গঠনমূলক সমালোচনা করুন। ভুল-ত্রুটি ধরিয়ে দিন, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো করতে পারি।”
এরপর শাকিব খানের প্রতি নিজের অবস্থান স্পষ্ট করে নিশো বলেন, “তিনি ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র, তাকে আমি যথেষ্ট সম্মান করি। ‘সুড়ঙ্গ’ মুক্তির সময়ও আমি তাকে সম্মান দেখিয়ে কথা বলেছিলাম। তিনি ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছেন এবং বিনিময়ে শুধুমাত্র সম্মানটুকুই প্রত্যাশা করেন। আমার কাছে তিনি সবসময়ই শ্রদ্ধার জায়গায় থাকবেন।”
একইসঙ্গে পুরোনো দ্বন্দ্ব প্রসঙ্গে নিশো স্পষ্ট করে বলেন, “যা হয়েছিল, তা শুধুই ভুল বোঝাবুঝি। তারপরও যদি তিনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি বলব— দয়া করে এটি মনে রাখবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটি একদমই ভুল বোঝাবুঝি।”
প্রসঙ্গত, ২০২৩ সালে নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, “আমি তো সো কল্ড হিরো না যে, বিয়ে করে বউ-বাচ্চার কথা বলব না।” নেটিজেনদের একটি বড় অংশ মনে করেছিলেন, এটি শাকিব খানকে উদ্দেশ্য করেই বলা হয়েছে।
ফলে সমালোচনার মুখে পড়েন নিশো। কারণ নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলান। তারা দাবি করেন— শাকিব খানকে ইঙ্গিত করে এই বক্তব্য দিয়েছেন নিশো। যদিও এ নিয়ে শাকিব কখনো কোনো বক্তব্য দেননি।