পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ওই ঘটনার পরই অভিনেতার বিরুদ্ধে এফ আই আর দায়ের করে মৃতার পরিবার।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন ৩৯ বছর বয়সি রেবতী। সঙ্গে ছিল তার ছেলে। আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছতেই তার নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার আট বছরের ছেলেকে।

যদিও এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন।

তিনি বলেন, ‘ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই প্রতিক্রিয়া দিতে সময় নিয়েছি। স্থিতাবস্থায় ফিরতে সময় লাগছে। বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি।’

তিনি আরও বলেন, ‘আমার ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেবলমাত্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর একটি পন্থা। ওদের বিব্রত করতে চাই না। ওদের শোক সামলানোর প্রয়োজনীয় সময় দিতে চাই। এ ক্ষতি অপূরণীয়। ওরা একটু সামলে উঠলে আমি গিয়ে দেখা করে আসব। যে কোনও প্রয়োজনে ওদের পাশে থাকব।’

কিন্তু শেষরক্ষা হল না, বিএনএস ধারা ১০৫ ও ১১৪-এ মামলা করা হয় আল্লুর বিরুদ্ধে। শুক্রবার হায়দরাবাদ পুলিশ গ্রেপ্তার করেন অভিনেতাকে।

Leave a Reply

Your email address will not be published.