ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব বেশ পুরনো। ঢালিউড মেগাস্টার শাকিব খানের সাবেক এই দুই স্ত্রী প্রায়ই সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন।
কয়েক দিন আগে এক অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কারণ, যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না।
আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’ কাকে তিনি যোগ্য মনে করছেন না, তা নেটিজেনদের বুঝতে সমস্যা হয়নি।
বুবলীর নাম না উল্লেখ করে এবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু, সেটা নিয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি এত দিন। এ প্রসঙ্গে নীরব ছিলেন এই নায়িকা।
তবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘ইন দ্য ফেসব অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘অবাস্তবতার মুখে, নীরবতাই সেরা জবাব।’
নীরব থাকাকেই বড় জবাব ভাবছেন এই নায়িকা।
তাতে অবশ্য বোঝা যায় আপাতত দুজনকে কথার যুদ্ধে দেখা যাচ্ছে না।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়। দুজনের সন্তানও এসেছে পৃথিবীতে।