নতুন লুকে সবাইকে চমকে দিলেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। তার নতুন লুক প্রকাশ্যে আসতেই নানা জল্পনা বুনছেন ভক্তরা।
সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, চোখে সানগ্লাস, ছোট চুল, মুখভর্তি খোঁচা দাড়ি। পরে আছেন ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবী। পায়ে কালো জুতা। চেয়ারে আয়েশ করে বসে আছেন।
ক্যাপশনে নায়ক লেখেন, ‘আই ডোন্ট কম্পিট, আই রুল।’ অর্থাৎ ‘আমি প্রতিযোগিতা করি না, রাজত্ব করি।’
ছবিটি শেয়ার করার সঙ্গে ঝড়ের বেগে পৌঁছে যায় তার ভক্তদের কাছে। যাদের অধিকাংশই চমকে যান, সঙ্গে মুগ্ধতাও প্রকাশ করেন। কেউ কেউ ধারণা করেছেন শাকিবের এই লুক যেন নতুন কোনো ছবির ইঙ্গিত। তবে অধিকাংশই তার এই লুকের প্রশংসা করেছেন।