প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ

প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বাঁধলেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

ওয়েব ফিল্মটির পরিচালক কাজল আরেফিন অমি।

তিনি জানান, এই ফিল্মটি ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও পুরো কাজ শেষ না হওয়ায় ঈদে মুক্তি পাচ্ছে। ট্রেলার মুক্তির পর ফেসবুকে নাটক ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ‘হাউ সুইট’ নিয়ে চলছে আলোচনা। ইউটিউব ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে আছে ট্রেলার।

‘হাউ সুইট’– এ অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ।

আরেফিন জানান, এটি রোমান্টিক কমেডি ধাঁচের ওয়েব ফিল্ম, যা দর্শককে পুরোমাত্রায় বিনোদিত করবে।

পরিচালকের ভাষ্যে, ‘আমাদের এখানে সিরিয়াস কাজ বেশি হয়, কিন্তু আমি যা করতে ভালোবাসি, তা বানাই। বরাবরই আমি এমন গল্প বলতে ভালোবাসি। আমার যারা দর্শক, ট্রেলার মুক্তির পর তারা আলোচনা করছেন। পছন্দের কথা জানাচ্ছেন। সবাই অপেক্ষা করছেন।

আমাকে যারা পছন্দ করেন, তারা ঈদের মতো উৎসবে আনন্দের কনটেন্ট দেখতে চান, যেটাতে তারা মজা পাবেন—নির্মাণের সময় বিষয়টা মাথায় ছিল। কিছু মানুষের মনে হতে পারে, এটা খুবই লাইট কনটেন্ট। তবে এ ধরনের কনটেন্টে পরিশ্রম অনেক বেশি।’

Leave a Reply

Your email address will not be published.