প্রথমবারের মতো ওয়েব সিরিজে জয়া

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তার নতুন সিরিজের নাম ‘জিম্মি’। যা পরিচালনা করেছেন আশফাক নিপুন।

সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ২৮ মার্চ। ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত হয়েছে সিরিজটি। এই সিরিজ দিয়ে দেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মত কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়াকে।

‘জিম্মি’ সিরিজের কোন বিষয়টি অভিনয়ের জন্য জয়া আহসানকে টেনেছে?

জয়া বললেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মি-র ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সেই সাথে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচই-এর সাথে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’

Leave a Reply

Your email address will not be published.