২০২৩ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’। প্রযোজক আরশাদ আদনান জানিয়েছিলেন, মুক্তির এক মাসের মধ্যে ছবিটি টিকিট বিক্রি থেকে আয় করেছে ২৭ কোটিরও বেশি। তবে এবার সেই রেকর্ড ভাঙার দাবি উঠেছে শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’ ঘিরে।
শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ এবং প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তির প্রথম সপ্তাহেই ‘বরবাদ’ বক্স অফিসে আয় করেছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা।
তবে এটি মোট আয় বা গ্রস কালেকশন। এর মধ্য থেকে হল মালিকদের অংশ এবং সরকারি কর কেটে নেওয়ার পর যে পরিমাণ অর্থ প্রযোজক বা পরিবেশকের কাছে পৌঁছাবে, সেটিই হবে ছবিটির নেট আয়।
‘বরবাদ’-এর এই অভাবনীয় সাফল্যের পর ঢালিউডের বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, মাস শেষে সিনেমাটির আয় ৪০ থেকে ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত এবং শ্যাম ভট্টাচার্য। ছবির একটি বিশেষ আইটেম গানে পারফর্ম করেছেন টলিউড তারকা নুসরাত জাহান।
বলিউডের আদলে নির্মিত ‘বরবাদ’-এর সাফল্য ঢালিউডে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল বলেই মনে করছেন অনেকে।