প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আসছে অ্যানিমেটেড সিনেমা

 

‘মুজিব আমার পিতা’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা । বইটি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এটি হতে যাচ্ছে দেশের প্রথম এনিমেটেড চলচ্চিত্র । মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। সহযোগিতায় ছিল বিএমআইটি সল্যুউশন লিমিটেড এবং প্রোল্যান্সার স্টুডিও। ১৬ সেপ্টেম্বর চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

বঙ্গবন্ধুকে নিয়ে দেশের প্রথম এনিমেটেড সিনেমা প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে বঙ্গবন্ধুর জীবন গল্প পৌছে দেয়া আমাদের দায়িত্ব। তাদেরকে জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভাল আর কোন মাধ্যম হতে পারে না। নির্মাতাগণ বঙ্গবন্ধুর ছেলেবেলা সম্পর্কে এ অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে সুনিপণভাবে তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর সম্পর্কে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে আর কেউ ভাল বলতে পারবে না।’

চলচ্চিত্রটি সকলের জন্য উন্মুক্ত করা হবে অক্টোবরের প্রথমদিন।