প্রশংসায় ভাসছে লুবাবা

একেবারে ভিন্ন এক রূপে দেখা গেল আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবাকে।

অনেকদিন ধরেই নিজেকে ইসলামের ছায়াতলে এনেছে লুবাবা। তবে নিয়মিত রয়েছে ভ্লগিংয়ে। অর্থাৎ সামাজিক মাধ্যমে ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করছে নিয়মিত; এছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে সে।

বলা বাহুল্য, তাকে নিয়ে এখন অনেকেই প্রশংসায় মাতছেন; ফলে বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লুবাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে ইসলামের ছায়াতলে আসা এই শিশুশিল্পী শোনাল পরকালের কথা।

এ সময় লুবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানান। লুবাবাকে বলতে শোনায়, ‘আশেপাশের মডার্ন-দের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য- পরকাল, সেটা আমরা ভুলে যাই।

যেমন আমরা মিডিয়াতে কাজ করি। কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়ে-টা বা উদ্দেশ্যটা আছে, সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন।’

Leave a Reply

Your email address will not be published.