চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি এখন ভালো আছেন। কিন্তু কবে বাসায় নেওয়া যাবে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে ফারুকীর। তবে হাসপাতাল থেকে তাকে বাসায় ফেরার বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা হয়নি। সবাই দোয়া করুন। ইনশাআল্লাহ খুব দ্রুত তাকে আমরা কাজে দেখতে পারব।’
মস্তিষ্কে রক্তক্ষরণের পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারুকী। সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিশা জানান, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। চিকিৎসকের কাছে নিতেই বললো এনজিওগ্রাম করাতে, করা হলো। ছোট একটা ব্রেইনস্ট্রোক হয়েছে তার। নিউরো আইসিইউতে অবজারভেশনে রয়েছে। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।
২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।