ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ আবারও ফিরছেন রুপালি পর্দায়। দীর্ঘ বিরতির পর আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘নীলচক্র’। প্রযুক্তিনির্ভর সমাজে তরুণদের ভার্চুয়াল ফাঁদে আটকে পড়ার বাস্তবতাকে ঘিরেই নির্মিত হয়েছে এই সিনেমা।
পরিচালক মিঠু খানের পরিচালনায় ও নাজিম উদ দৌলার সঙ্গে যৌথভাবে রচিত চিত্রনাট্যে, ‘নীলচক্র’ একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক গল্প বলবে দর্শকদের। সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ‘কাজল রেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তী। এছাড়াও অভিনয়ে রয়েছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, শাহেদ আলীসহ আরও অনেক গুণী শিল্পী।
ছবিটির নির্মাতা জানান, ভিএফএক্সের কিছু কাজের কারণে মুক্তি কিছুটা পিছিয়ে গেলেও এখন সব প্রস্তুতি সম্পন্ন, সেন্সরের ছাড়পত্রও হাতে পাওয়া গেছে।
তবে শুভর সিনেমায় ফেরা যতটা আলোচনায় এসেছে, ততটাই আলোচিত তার ব্যক্তিগত ও পেশাগত জীবনঘনিষ্ঠ সংকট। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ বিনা পারিশ্রমিকে কাজ করার পর ধীরে ধীরে অন্তরালে চলে যান তিনি। যদিও তাকে একটি প্লট পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল, সেটিও রাজনৈতিক পরিবর্তনের কারণে বাতিল হয়ে যায়।
এরপর থেকে একের পর এক কাজের সুযোগ হারান, ব্যক্তিজীবনেও আসে ঝড়। মা-কে হারানোর পর সংসার জীবনের ভাঙন এবং পেশাগত অনিশ্চয়তা মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন শুভ। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে নিজের নিঃসঙ্গতা ও যন্ত্রনার কথা শেয়ার করে ভক্তদের আবেগ ছুঁয়ে দেন তিনি।
বাংলাদেশি সিনেমার স্থবির পরিবেশের মধ্যেও শুভ থেমে নেই। ওপার বাংলার দিকেও নজর দিচ্ছেন এখন। গেলো নভেম্বর গোপনে কলকাতায় ‘জ্যাজ সিটি’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিরিজে শুভর সঙ্গে ছিলেন সৌরসেনী মিত্র। এর আগেও পশ্চিমবঙ্গের ‘উনিশে এপ্রিল’ ও ‘লহু’ সিনেমায় কাজ করেছেন তিনি।
বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে শুভর আরেকটি ছবি ‘নূর’, তবে নির্মাতার ভাষ্যমতে, কিছু দৃশ্য পুনরায় ধারণ করার প্রয়োজন থাকায় এর মুক্তি পিছিয়ে গেছে। পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, শিগগিরই শুটিংয়ের কাজ শুরু হবে।
সব মিলিয়ে বলা যায়, ‘নীলচক্র’ সিনেমাটি আরিফিন শুভর জন্য শুধুমাত্র একটি নতুন সিনেমা নয়, বরং জীবনের এক অস্থির সময় পার করে রুপালি পর্দায় তার আত্মপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।