ফিরে দেখা ২০২৪: আলোচনায় ছিলেন যেসব তারকারা

দিন যায় দিন আসে, মাস যায় মাস আসে, বছর গড়িয়ে আসে বছর। সময় যেন এক প্রবহমান মহাসমুদ্র। কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর।

অনেক ঘটন-অঘটন, প্রাপ্তি-অপ্রাপ্তি, চড়াই-উৎরাই, উদ্বেগ-উৎকণ্ঠা ও আনন্দ-বেদনার সাক্ষী এই বিদায়ী বছর। ২০২৪ সালে নজর কেড়েছেন অনেক তারকা, কেউ আবার ঘটনার কল্যাণেই হয়ে উঠেছেন মনোযোগের কেন্দ্রবিন্দু। জেনে নেওয়া যাক বিদায়ী বছরের কয়েকজন আলোচিত ব্যক্তির কথা।

সৈয়দ জামিল আহমেদ:

গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানটা যদি ভেঙে যায়, তাহলে ছারখার হয়ে যাবে। এই জায়গাটাকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণে রাজি হয়েছি।’

সৈয়দ জামিল আহমেদ দায়িত্ব নেওয়ার পর যাত্রা উৎসব থেকে শুরু করে যন্ত্রসংগীত উৎসব, নাটক, গণ-অভ্যুত্থানের গান, নাট্য প্রদর্শনী, সাধু মেলা, কাওয়ালি, ভাস্কর্য প্রদর্শনীসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে শিল্পকলা একাডেমি।

মোস্তফা সরয়ার ফারুকী:

মোস্তফা সরয়ার ফারুকীর প্রধান পরিচয় তিনি একজন নির্মাতা। চলতি বছরও তাঁর দুটি প্রকল্প মুক্তি পেয়েছে। তবে গত ১০ নভেম্বর তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে নতুন পরিচয়।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন তিনি। মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের বাইরে ‘দেশব্যাপী প্রতিভা সন্ধান’, ‘তারুণ্যের উৎসব’সহ সাতটি অগ্রাধিকার কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।

শাকিব খান:

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় রায়হান রাফীর ‘তুফান’। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করে দেশ-বিদেশে আলোচিত হন শাকিব খান। বক্স অফিসেও তুফান তোলে ‘তুফান’।

ঢাকার মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স জানায়, ছবিটি তাদের ২০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। গত দুই দশকে মাল্টিপ্লেক্সটির সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘তুফান’।

মেহজাবীন চৌধুরী:

তিন মাধ্যমেই উজ্জ্বল ছিলেন তিনি।
‘তিথিডোর’, ‘আরারাত’, ‘ফরগেট মি নট’ থেকে ‘প্রিয় মালতী’—চলতি বছর টেলিভিশন, ওটিটি আর বড় পর্দা—তিন মাধ্যমেই দুর্দান্ত কাজ করেছেন মেহজাবীন চৌধুরী।

হতাশ তরুণী নিশাত, সম্পর্কের টানাপোড়েন জেরবার অর্থি বা অন্তঃসত্ত্বা মালতীর চরিত্রে বছরটিকে স্মরণীয় করে রেখেছেন এই অভিনেত্রী। এ ছাড়া টরোন্টো, বুসান, রেড সি উৎসবে প্রদর্শিত হয়েছে তাঁর আরেক সিনেমা ‘সাবা’।

হান্নান,

গান গেয়ে জেলে যান এই তরুণ র্যাপার। ‘আওয়াজ উডা’ গেয়ে ব্যাপক পরিচিতি পান তরুণ র‍্যাপার হান্নান। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই প্রকাশের পর থেকেই গানটি ভাইরাল, অসংখ্য মানুষের মনের কথা হয়ে ওঠে এই গান।

এর মধ্যেই গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকা থেকে হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলার পর তাঁকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট মুক্তি পান এই তরুণ র‍্যাপার।

জুটি নিলয়-হিমি, ভিউ জাদুকর

নিলয় আলমগীর আর জান্নাতুল সুমাইয়া হিমির জুটি যে কতটা জনপ্রিয়, সেটা বুঝতে ইউটিউবে তাঁদের যেকোনো নাটক দেখুন। মুক্তির পরেই লাখো ভিউ, হাজারো ভক্ত-অনুসারীর প্রশংসাসূচক মন্তব্য পাওয়াটা যেন অভ্যাসে পরিণত করেছেন এই জুটির।

চলতি বছর নানা বাস্তবতায় নাটকের পরিস্থিতি তেমন ভালো ছিল না। তবু ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া শীর্ষ ১০ নাটকের প্রথম ৪টিই নিলয়-হিমির! এ চার নাটকের মোট ভিউ ১৬ কোটি ২১ লাখের বেশি।

Leave a Reply

Your email address will not be published.