ফেরদৌস যখন পূর্ণিমার প্রশিক্ষক

ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’র শুটিং। এতে একজন এনজিওকর্মীর চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। এ জন্য তাকে স্কুটি চালানো শিখতে হচ্ছে। তাকে প্রশিক্ষণ দিচ্ছেন ফেরদৌস। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে এক সপ্তাহ।

এ নিয়ে ফেরদৌস বলেন, ‘আমি এ সিনেমার প্রযোজকদের একজন। তাই এ প্রশিক্ষণের জন্য কোন পারিশ্রমিক নিচ্ছি না। তাছাড়া পূর্ণিমা আমার খুব ভালো বন্ধুও। আমি চাইনি ডামি ব্যবহার করতে। তাই নিজেই প্রশিক্ষকের ভূমিকায় নেমেছি।’

পূর্ণিমা বলেন, ‘একটু কষ্ট হলেও সিনেমার ভালোর জন্য আমি স্কুটি চালানো শিখছি। ভাল হয়েছে বন্ধু ফেরদৌসের কাছ থেকে শিখতে পারছি।’ 

ওবায়দুল কাদের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে ফেরদৌসের নূজহাত ফিল্মস এবং নেয়ামূলের ‘ইচ্ছেমত’। সিনেমাটির চিত্রনাট্য করেছেন মারুফ রেহমান।

এদিকে ডিসেম্বরে পূর্ণিমা-ফেরদৌসের আরেকটি সিনেমা ‘জ্যাম’-এরও শুটিং শুরু হবে। এটিরও পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।