৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুইটি পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘আদিম’। ‘সিলভার সেন্ট জর্জ’ (বিশেষ জুরি পুরস্কার) এবং ‘নেটপ্যাক জুরি’ পুরস্কার জিতেছে বহুল প্রশংসিত এই সিনেমাটি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে ‘আদিম’-এর অর্জিত পুরস্কার সম্পর্কে সকলকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক যুবরাজ শামীম।
ফেসবুক স্ট্যাটাসে যুবরাজ শামীম লিখেছেন, “আমরা ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আদিম’-এর জন্য সিলভার সেন্ট জর্জ পুরস্কার (বিশেষ জুরি পুরস্কার) জিতেছি এবং এর আগে আমি নেটপ্যাক জুরি পুরস্কার জিতেছি। তাই মস্কোতে দুটি পুরস্কার জিতেছে চলচ্চিত্র ‘আদিম’। এই অর্জন আমি আমার বাবা শাহজাহান ভূঁইয়াকে উৎসর্গ করেছি।”
তিনি আরো লিখেছেন, ‘উৎসবের শুরু থেকেই বেহরুজ শোয়েবি এবং আমি খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম এবং আমরা সব সময় একসঙ্গে থাকতাম। আশ্চর্যজনকভাবে তিনি গোল্ডেন সেন্ট জর্জ পুরস্কার পান এবং আমিও দ্বিতীয়টি পেলাম।’