ফের মুখোমুখি হচ্ছেন শাকিব-নিশো

বর্তমান সময়ে দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা শাকিব খান অন্যদিকে ছোটপর্দা কাঁপাচ্ছেন জনপ্রিয় মুখ আফরান নিশো। ২০২৩ সালের ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ নিয়ে আলোচনায় এসেছিলেন এই দুই তারকা। সেবার শাকিবের ব্লকবাস্টারের সঙ্গে বেশ ভালোই প্রতিযোগিতা করেছিল নিশোর অভিষিক্ত সিনেমাটি।

ছবি মুক্তির মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছেন শাকিব-নিশো। ২০২৫-এর ঈদুল ফিতরকে ঘিরে শাকিবের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’ মুক্তির কথা চলছে।

জানা গেছে, মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ‘প্রিয়তমা’র পর এটি শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমা।

অ্যাকশন ঘরানার ছবিটির আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এতে অভিনয় করছেন ভারতের অভিনেতা যীশু সেনগুপ্ত। এছাড়া আইটেম গানে দর্শকদের নজর কাঁড়তে থাকবেন নুসরাত জাহান।

চলচ্চিত্রটি নির্দেশনার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিশা সওদাগর এবং মানব সাচদেবকে।

ইতিমধ্যে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়ে গেছে মুম্বাইতে। পরিকল্পনা রয়েছে ভারতেই করা হবে সিনেমার অধিকাংশ শুটিং।

‘বরবাদ’-এর দৃশ্য পরিচালনায় রয়েছেন মুম্বাইয়ের রবি বর্মা, যিনি সাধারণত বলিউড ও তেলুগু সিনেমাগুলোতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে আছেন বলিউডের আদিল শেখ। ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন প্রীতমসহ বলিউডের কিছু শিল্পী।

চলচ্চিত্রটির বাজেট নির্ধারণ হয়েছে প্রায় ১৫ কোটি টাকা, যা রেকর্ড সৃষ্টি করবে বাংলাদেশি সিনেমাজগতে!

আফরান নিশোর দাগি
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় ‘দাগি’ সিনেমার পরিচালনা করছেন শিহাব শাহীন। ‘ছুঁয়ে দিলে মন’ (২০১৫)-এরপর এটি নির্মাতার দ্বিতীয় সিনেমা। একই সঙ্গে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’(২০২৩)-এরপর এটি নিশোরও দ্বিতীয় সিনেমা।

মূল চরিত্রে নিশোর সঙ্গে দেখা যাবে তমা মির্জাকে। নিশোর মতো তিনিও প্রায় দেড় বছর বিরতির পর আসছেন ক্যামেরার সামনে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

ছবির গল্প আবর্তিত হবে নিশোর চরিত্রটিকে ঘিরে, যেখানে ফুটে উঠবে মুক্তি ও প্রায়শ্চিত্যের উপাখ্যান। মুক্তির দিনক্ষণকে সামনে রেখে ‘দাগি’র শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে তার বিশদ বৃত্তান্ত এখনও অপ্রকাশিত রেখেছেন নির্মাণ টিম।

আগে নিশো ও শিহাব শাহীন একত্রে কাজ করেছিলেন ‘মরীচিকা’(২০২১) ও ‘সিন্ডিকেট’(২০২২) ওয়েব সিরিজে। দুটোই যথেষ্ট প্রশংসা পেয়েছিলো দর্শক মহলে।

শাকিব খানের ‘বরবাদ’ এবং আফরান নিশোর ‘দাগি’ নিঃসন্দেহে এক উপভোগ্য ২০২৫ ঈদ মৌসুম উপহার দিতে যাচ্ছে বাংলাদেশি সিনেমাপ্রেমিদের। পরিচালনায় অভিজ্ঞতার দৌড়ে শিহাব শাহীনের তুলনায় মেহেদী হাসান হৃদয় যে কিছুটা পিছিয়ে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ঘাটতিটুকু নিমেষেই পূরণ করে দেবে ঢালিউড কিং খানের উপস্থিতি। অভিনয়ের দিক থেকে নিশো-শাকিব দুজনেরই রয়েছে স্বপ্রতিভ ক্ষেত্র, যেখানে প্রত্যেকে রয়েছেন শিখরে। তাই লড়াইয়ের মূল পরিণতি ঠিক করে দেবে ছবি দুটির গল্প, চিত্রনাট্য, সঙ্গীতায়োজন এবং সম্পাদনা। উপরন্তু, এমন প্রতিযোগিতাপূর্ণ চলচ্চিত্র মৌসুমের পুনরাবৃত্তি জানান দিচ্ছে যে, ঢাকাই সিনেমায় সুদিন ফিরতে যাচ্ছে।