ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি এবার পা রাখলেন টালিউডে। ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলছে তার।
দেবরাজ সিনহা পরিচালিন সিনেমাটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।