ফোক ফেস্ট নিয়ে নতুন সিদ্ধান্ত

২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’র পঞ্চম আসর। এরপর নানা কারণে আর হয়নি সুরের এই মিলন মেলা।

আগামী বছরের জানুয়ারিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফের এলো লোকগানের ভক্তদের জন্য দুঃসংবাদ। কারণ ‘নিরাপত্তা শঙ্কায়’ আর্মি স্টেডিয়াম ভেন্যু বরাদ্দ বাতিল করেছে। ফলে পূর্ব নির্ধারিত তারিখে উৎসবটি হচ্ছে না। এ উৎসবের আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশন্সের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সান কমিউনিকেশন্সের ডিরেক্টর আসিফুজ্জামান খান রাইজিংবিডিকে বলেন, “নিরাপত্তা শঙ্কায় আর্মি স্টেডিয়াম ভেন্যু বরাদ্দ বাতিল করেছে। আগামী ফেব্রুয়ারির পর রোজা, ঈদ চলে আসবে। এ কারণে আমরা ভাবছি, আগামী বছর নভেম্বরে ফোক ফেস্টের জন্য ভেন্যু বরাদ্দ চেয়ে পুনরায় আবেদন করবো। ভেন্যু বরাদ্দ পেলে নভেম্বরে ফোক ফেস্ট করবো।”

২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এখন পর্যন্ত ১৭টি দেশের ৫০০ লোকসংগীত শিল্পী এতে অংশ নিয়েছেন। সর্বশেষ ২০১৯ সালের ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত আসরে সংগীত পরিবেশন করেন, বাংলাদেশের শাহ আলম সরকার, শফিকুল ইসলাম, মালেক কাওয়াল, ফকির শাহাবুদ্দিন, কাজল দেওয়ান, চন্দনা মজুমদার, কামরুজ্জামান রাব্বিসহ অনেকে। বিদেশি শিল্পীদের মধ্যে ছিলেন— শেভেনেবুরেবি (জর্জিয়া), হিনা নাসরুল্লাহ (পাকিস্তান), হাবিব কইটে অ্যান্ড বামাদা (মালি), সাত্তুমা (রাশিয়া), জুনুন (পাকিস্তান)।