ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শবনম ইয়াসমিন বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকেই রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন সাতটি করে শো চলছিল। দর্শকের আগ্রহ সত্ত্বেও কিছুদিন পর কমিয়ে দেওয়া হয় প্রদর্শনী সংখ্যা। তবে পরবর্তীতে আবারও বাড়ানো হয়। অবশেষে মুক্তির নবম দিনে এসে শো-এর সংখ্যা এক ধাপে আবার বৃদ্ধি পেয়েছে।
সিনেমা হলে দর্শকদের সঙ্গে দেখা করতে গিয়ে বুবলী জানান, ‘জংলি’র শো বেড়ে যাওয়ার মূল কারণ দর্শকের মুখে মুখে সিনেমার প্রশংসা। তিনি বলেন, “বড় প্রচারণা হচ্ছে দর্শকদের মাধ্যমে। দর্শক দেখে সন্তুষ্ট হয়ে অন্যদের বলছেন, এটাই শো বাড়ার বড় কারণ।”
বুবলীর মতে, সিনেমাটি পারিবারিক, মিউজিক্যাল ও কমেডি উপাদানে ভরপুর। সুন্দর গান, আবেগঘন গল্প আর হাস্যরস—সবই রয়েছে এতে। তিনি বলেন, “আমরা সিনেমা প্রচারে পরিশ্রম করেছি, তবে আসল প্রচারণা দর্শকের ভালোবাসা থেকেই এসেছে। তাই শো বেড়েছে, আগামী সপ্তাহে আরও ২০ থেকে ২৩টি হলে মুক্তি পেতে যাচ্ছে ‘জংলি’।”
সব বয়সী দর্শকের আগ্রহ প্রসঙ্গে বুবলী বলেন, “ছোট বাচ্চা থেকে শুরু করে ৮০ বছরের দর্শকও ‘জংলি’ উপভোগ করছেন। সিনিয়র সিটিজেনরা আবার হলে ফিরেছেন পরিবার নিয়ে। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।”
তিনি আরও যোগ করেন, “একটা গল্প দিয়ে দর্শককে কাঁদানো, হাসানো—এটা সহজ নয়। কিন্তু ‘জংলি’ দেখে দর্শক আবেগে ভাসছেন। এটা আমাদের দায়িত্ববোধ বাড়িয়ে দিচ্ছে পরবর্তী কাজের জন্য।”
টাইগার মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন আজাদ খান। চিত্রনাট্য লিখেছেন মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটিতে বুবলী ছাড়াও অভিনয় করেছেন সিয়াম, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান ও এরফান মৃধা শিবলু প্রমুখ।