হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পতিা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হয়েছে। ‘মুজিব: একটি জাতির রূপকার’ নামের সেই ছবি বাংলাদেশ ও ভারতজুড়ে প্রদর্শিত হচ্ছে।
এর মধ্যেই তাকে ঘিরে আরেকটি প্রজেক্ট আলোর মুখ দেখলো। যেটার নাম ‘খোকা’। এটি মূলত অ্যানিমেশন সিরিজ। বঙ্গবন্ধুর শৈশব-কৈশরকে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে ১০ পর্বের এই অ্যানিমেশন সিরিজটি।
আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত এই সিরিজের মাধ্যমে বঙ্গবন্ধুর গৌরবময় জীবনকে ডিজিটাল পদ্ধতিতে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে।
‘খোকা’ সিরিজটির অ্যানিমেশন তৈরি করেছে মার্স সল্যুশন, টিম এসোসিয়েট, ম্যাজিক ইমেজ এবং প্রোল্যান্সার স্টুডিও। সিরিজটি শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।