সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’

শুটিং শেষে একটাই জিজ্ঞাসা ছিল, কবে মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’((Mujib: The making of a Nation)-এর মুক্তির অনুমতি মিলেছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা সোমবার (৩১ জুলাই) এটির ছাড়পত্র দিয়েছেন। ছবিটির ভারতে সেন্সর ছাড়পত্রের বিষয়টিও প্রক্রিয়াধীন।

সিনেমাটির পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশিত হয়। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের উপস্থিতিতে পোস্টার উন্মোচন করা হয়েছিল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বহুল প্রতীক্ষিত এ সিনেমার শুরুতে নাম ছিল ‘বঙ্গবন্ধু’।