বছরের শেষ দিনে মুক্তি পেয়েছে দুটি সিনেমা

ঢালিউডের সিনেমাপ্রেমীদের জন্য এবছরের শুরুটা ভালো না হলেও শেষে এসে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে । বছরের শেষ দিনেও দুটি সিনেমা মুক্তি পেয়েছে । সিনেমা দুটি হলো ‘রাত জাগা ফুল’ ও ‘চিরঞ্জীব মুজিব’। মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরের শেষ সিনেমা হিসেবে মুক্তি দিতে পেরে আনন্দিত দুই সিনেমার সংশ্লিষ্টরাই।

‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আহমেদ রুবেল ও বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। সিনেমাটি মুক্তি পাচ্ছে বগুড়ায় এবং একমাত্র মধুবন সিনেপ্লেক্সে। এটি পরিচালনা করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের পরিচালনায় প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’ ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে । সিনেমার মূল চরিত্র রইস। রহস্যে ঘেরা এ চরিত্রটিতে অভিনয় করেছেন মীর সাব্বির। এতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, রাশেদ মামুন অপু, আবুল হায়াত, তানভীর, ফজলুর রহমান বাবু, নাজনীন চুমকিসহ অনেকে। রাত জাগা ফুল ২০১৮-১৯ অর্থবছরে পায় সরকারি অনুদান।

 

Leave a Reply

Your email address will not be published.