বন্যার্তদের ত্রাণ দিলো ‘আশা’র রামগঞ্জ শাখা

দেশের উপকূল জেলা লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দি।

এসকল বন্যার্তদের জন্য ২০০ ব্যাগ ত্রাণসামগ্রী দিলো এনজিও প্রতিষ্ঠান আশার রামগঞ্জ শাখা। তারা রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ত্রাণসামগ্রী বুঝিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন আশা রামগঞ্জ অঞ্চলের সিনিয়র আর এম এবিএম নেয়ামত উল্যাহ,উপস্থিত ছিলেন সিনিয়র বিএম নাজিম উদ্দীন, সিনিয়র বিএম ফখরুল ইসলাম , সিনিয়র বিএম এনামুল হক, বিএম নাইম আবদুল্লাহ, পবিত্র মজুমদার, মো. তোজাম্মেল আরো অনেকে।

লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া বলেন, জেলার শতভাগ এলাকায় বন্যা কবলিত। পানি বাড়ছে। ৭ লাখ ৪৭ হাজার ৪২০ জন লোক পানিবন্দি হয়ে পড়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১২ হাজার ৭৫০ জন।

Leave a Reply

Your email address will not be published.