বরবাদ’-এর টিকিটের জন্য হাহাকার, হাউজফুল শোয়ের পরও বাড়ছে না স্ক্রিন সংখ্যা

শাকিব খান অভিনীত ঈদুল ফিতরের ছবি ‘বরবাদ’ মুক্তির ১২ দিন পরও দেশজুড়ে চলছে হাউজফুল শো।

গেল শুক্রবার শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সেই হয়েছে ৩৭টি শো, অন্যদিকে ব্লকবাস্টার, লায়নসহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে হয়েছে আরও ৭২টি শো। এছাড়াও সিঙ্গেল স্ক্রিনে প্রতিদিন গড়ে চলছে প্রায় ৪৪০টি প্রদর্শনী।

তবে এত বিপুল সংখ্যক শো থাকার পরও দর্শকরা টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। অগ্রিম টিকিট কাটার চেষ্টাতেও ব্যর্থ হচ্ছেন অনেকে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক লেখালেখিও হচ্ছে।

এ বিষয়ে ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, ‘দর্শক টিকিটের জন্য সিনেপ্লেক্সে ঘুরছে, অনলাইনেও টিকিট মিলছে না। অথচ দর্শক চাহিদা অনুযায়ী শো বাড়ানো হচ্ছে না, বিষয়টি দুঃখজনক।’

অন্যদিকে সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদ বলেন, ‘যে ছবির দর্শক কম, আমরা সেটার শো কমিয়ে দিয়ে যেসব সিনেমার চাহিদা বেশি, তাদের শো বাড়িয়ে দিই। এমনকি হলিউড সিনেমার শোও কমানো হয় এ ক্ষেত্রে।’

তিনি আরও যোগ করেন, ‘শুধু শো বাড়ালেই হয় না, ব্যবসায়িক পলিসিও আমাদের মাথায় রাখতে হয়। সিনেপ্লেক্স সবসময় সবচেয়ে বেশি ট্রান্সপারেন্টভাবে ব্যবসা পরিচালনা করে।’

চাহিদা তুঙ্গে থাকা সত্ত্বেও শো না বাড়ানোয় হতাশ ভক্তরা। তারা চান, জনপ্রিয়তা অনুযায়ী যেন শো বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

দেশে আলোচনার ঝড় তোলার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে শাকিব খান প্রযোজিত সিনেমা ‘বরবাদ’।

আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং ১৯ এপ্রিল কানাডায় সিনেমাটি অফিশিয়ালি মুক্তি পাচ্ছে। প্রাথমিকভাবে বাঙালি কমিউনিটি অধ্যুষিত এলাকার থিয়েটারগুলোতে প্রদর্শিত হবে এই চলচ্চিত্র।

‘বরবাদ’-এর মাধ্যমে আন্তর্জাতিক ফিল্ম ডিসট্রিবিউশনে যাত্রা শুরু করল শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

Leave a Reply

Your email address will not be published.