শাকিব খানের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ, প্রযোজকদের জন্য এখন তিনি হিট মেশিন

ঈদুল ফিতরে দেশের ১২০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বরবাদ’। আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খানের অনবদ্য অভিনয়ে সিনেমাটি দারুণ ব্যবসা করছে। দেশের সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ৬০-৭০টি শো চলছে, যার প্রায় সবই হাউজফুল।

প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, ছবিটির বাজেট ছিল প্রায় ১৫-১৬ কোটি টাকা। তাই স্বাভাবিকভাবেই দর্শকদের কৌতূহল—শাকিব খানের পারিশ্রমিক কত ছিল?

এই প্রসঙ্গে মাছরাঙা টেলিভিশনের ‘বিনোদন প্রতিদিন’ অনুষ্ঠানে কথা বলেন পরিচালক হৃদয়। উপস্থাপিকার প্রশ্নের জবাবে তিনি সরাসরি জানান, ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের পারিশ্রমিক ছিল ১ কোটি ২০ লাখ টাকা।

মাত্র কয়েক বছর আগেও শাকিব প্রতি ছবিতে ৪০-৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন। তবে ‘প্রিয়তমা’র বিশাল সাফল্যের পর থেকে তিনি নিজের পারিশ্রমিক দ্বিগুণ করেছেন।

সূত্র বলছে, বর্তমানে তার পরবর্তী সিনেমাগুলোর জন্য তিনি দেড় কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন, এবং প্রযোজকরাও তাকে সেই অর্থ দিতে দ্বিধা করছেন না। কারণ এখনকার দর্শকের কাছে শাকিব খান মানেই মানিব্যাক গ্যারান্টি।

Leave a Reply

Your email address will not be published.