‘বরবাদ’ সিনেমার ডিওপি ক্রেডিট বিতর্ক: নির্মাতা ও চিত্রগ্রাহকের মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান

ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত এবং মেহেদী হাসান পরিচালিত সিনেমা ‘বরবাদ’। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, করভী মিজান এবং যীশু সেনগুপ্ত। মুক্তির পর থেকেই সিনেমাটি ঢাকাসহ সারা দেশে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে।

তবে সিনেমাটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতের চিত্রগ্রাহক শৈলেশ আওয়াস্থির একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি দাবি করেছেন, ‘বরবাদ’-এর প্রকৃত সিনেমাটোগ্রাফার তিনি, তবে ক্রেডিট দেওয়া হয়েছে রাজু রাজকে। শৈলেশ দাবি করেছেন, সিনেমাটির সৃজনশীল ও ভিজ্যুয়াল নির্মাণে তাঁর প্রধান ভূমিকা ছিল, অথচ শেষ পর্যন্ত তাঁর নাম বাদ দিয়ে অন্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

কিন্তু পরে ফেসবুক পোস্টটি সরিয়ে নিয়ে শৈলেশ জানান, এটি ছিল একধরনের ভুল-বোঝাবুঝি এবং এখন তা সমাধান হয়েছে। তিনি বলেন, “আমার এবং পরিচালক হৃদয়ের মধ্যে কোনো মতবিরোধ ছিল, যা এখন সম্পূর্ণরূপে সমাধান হয়েছে। আমরা এক পরিবারের সদস্য, এবং এ ধরনের ভুলবুঝাবুঝি পরিবারে হওয়া স্বাভাবিক।”

এছাড়াও, শৈলেশ তাঁর পোস্টে সিনেমার প্রযোজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মিডিয়াকে অনুরোধ করেছেন, “দয়া করে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য। আমরা সবাই সৃজনশীলতার মাধ্যমে কাজ করছি, তাই সবার জন্য একটি সম্মানজনক পরিবেশ বজায় রাখা প্রয়োজন।”

উল্লেখযোগ্য, শৈলেশ সকালে আরও একটি পোস্টে নির্মাতা মেহেদী হাসানকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “যখন তোমার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করা হয় এবং অন্যরা তোমার কাজের কৃতিত্ব নেয়, তখন সেটা হতাশাজনক। আমি শতভাগ পরিশ্রম দিয়ে এই সিনেমায় কাজ করেছি, কিন্তু আমার কাজের কৃতিত্ব অন্যজন পেয়েছে।”

এদিকে, শৈলেশ তার দাবিতে আরও বলেন, “রাজু রাজ, যাঁকে সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে ক্রেডিট দেওয়া হয়েছে, তিনি খুব কমই সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। আমি মাঠে ছিলাম, শট সাজিয়েছিলাম, ভিজ্যুয়াল ডিজাইন করেছি, কিন্তু তার পরও আমাকে যথাযথ কৃতিত্ব দেওয়া হয়নি।”

এই ঘটনার পর, শৈলেশ আস্থা প্রকাশ করেছেন যে বিষয়টি ইতিমধ্যেই সুরাহা হয়েছে এবং সবাইকে একত্রিত হয়ে বাংলা সিনেমার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published.