প্রযোজক ইকবালকে লাগাতার হত্যার হুমকি

‘বরবাদ’ সিনেমা নিয়ে নেতিবাচক মন্তব্য করার পর নির্মাতা, প্রযোজক ও অভিনেতা মোহাম্মদ ইকবাল টানা হত্যার হুমকি পাচ্ছেন। কয়েকদিন ধরে একাধিক মোবাইল নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে এসব হুমকি আসে। এ পরিস্থিতিতে তিনি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি নিয়ে কথা বলতে ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “প্রায় ১৫টি ভিন্ন নম্বর থেকে আমাকে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘বরবাদ’ সিনেমাটি কীভাবে সেন্সর পেল—সেই প্রশ্ন তোলা ও সিনেমাটির আর্থিক দিক ও সমাজে এর নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলার পর থেকে এসব হুমকি পাচ্ছি।”

ইকবাল আরও বলেন, “যে নম্বরগুলো থেকে হুমকি এসেছে, সেগুলো আমার কাছে সংরক্ষিত আছে। আমাকে গণমাধ্যমে সাক্ষাৎকার না দিতে বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।”

প্রযোজক হিসেবে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমি একজন সিনেমা-সংশ্লিষ্ট মানুষ। কোনো সিনেমা কতটা ব্যবসা করেছে, তা আমি ভালোই বুঝি। কোনো সিনেমার বাজে দিক নিয়ে কথা বলার অধিকার আমার আছে। এটা আমার ব্যক্তি স্বাধীনতা, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। আইনও আমাকে সেই অধিকার দিয়েছে।”

সবশেষে ইকবাল বলেন, “দেশে আইন আছে। আমি থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাবো এবং আইনগত সহায়তা নেব।”

উল্লেখ্য, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইকবাল অভিযোগ করেন, ‘বরবাদ’ সিনেমায় কোকেন সেবন, মানুষকে কোপানো, পুলিশ হত্যা, ধর্ষণ ও অশ্লীলতা প্রকাশ্যে দেখানো হয়েছে—যা সমাজে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, সাধারণ মানুষ পর্দার প্রিয় নায়কদের অনুকরণ করে।

প্রসঙ্গত, ‘শুটার’, ‘পাসওয়ার্ড’সহ বহু ব্যবসাসফল সিনেমার প্রযোজক ইকবাল। পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়েও যুক্ত। ঢালিউডের সুপারস্টার শাকিব খানের একসময় ঘনিষ্ঠ বন্ধু হলেও বর্তমানে তাদের সম্পর্কের টানাপোড়েনের খবর শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.