বাংলাদেশে ‘অ্যানিম্যাল’ সিনেমার মুক্তি নিয়ে যা বললেন মামুন

বলিউড স্টার রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমাটি ১ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। একই দিন বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছু জটিলতার কারণ তা সম্ভব হয়নি।

তবে আগামী সোমবার (৪ ডিসেম্বর) ছবিটি বাংলাদেশে মুক্তি পাওয়ার আভাস দিয়েছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে এই নির্মাতা লিখেছেন, ‘সারা বিশ্ব মিলে ১০০ কোটি রুপি। ব্যাপারটা বুঝলেন তো। সোমবার বাংলাদেশে ঝড় তুলবে।’

‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তার বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।

২০০ কোটি বাজেটের ‘অ্যানিমেল’ সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা।