বাংলাদেশে আনকাট সেন্সর পেল ‘অ্যানিমেল’, মুক্তি ৭ ডিসেম্বর

বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। আর এতেই সিনেমাটির জন্য খুলেছে বাংলাদেশের দুয়ার। আগামী ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে দেশের সিনেমা হলে চলবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

তিনি জানান, বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘অ্যানিমেল’। বৃহস্পতিবার বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। বুধবার থেকেই অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে।

প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌‘অ্যানিম্যাল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

ইতোমধ্যেই বিশ্বব্যাপী মুক্তির ৪ দিনে প্রায় ৫০০ কোটি রুপি বক্স অফিস কালেকশন করেছে সিনেমাটি। এভাবেই এগিয়ে যেতে থাকলে খুব দ্রুতই পৌঁছে যাবে হাজার কোটি আয়ের বলিউড সিনেমার তালিকায়।