বাবা হারালেন অভিনেত্রী রুনা খান

গুণী অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন।

গতকাল রবিবার গভীর রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

সোমবার (১০ মার্চ) সকালে রুনা খান তার বাবা ফরহাদ হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘আমার আব্বু চলে গেলেন! তার আত্মার শান্তি কামনা করছি।’

ফরহাদ হোসেন ব্যক্তিজীবনে একজন সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মসদই গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

রুনা খানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী এবং ভক্তরা। অভিনেত্রী তিন্নি তার শোকবার্তায় লিখেছেন, ‘আঙ্কেলের আত্মা শাস্তিতে থাকুক।’ অভিনেত্রী শ্রাবন্তীও সামাজিক মাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, ‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।’

এ ছাড়া রুনা খানের ভক্তরা সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মে তার বাবার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.