শাকিব খানের ‘বরবাদ’ দাপট, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হাউজফুল শো

দেশে ব্যাপক সাড়া তোলার পর এবার বিদেশের মাটিতেও ঝড় তুলছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। নর্থ আমেরিকা ও ইউরোপের পর এবার সিনেমাটি মুক্তি পেয়েছে ওশেনিয়া অঞ্চলে।

গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বরবাদ’-এর দুটি শো আয়োজন করা হয়, যেখানে সবকটি শো ছিল হাউজফুল। অনেকে টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেও গেছেন।

অস্ট্রেলিয়ায় সিনেমাটি মুক্তি দিয়েছে ঈগল এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির চৌধুরী জানিয়েছেন, যারা আগে থেকেই অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, শুধুমাত্র তারাই সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন। অনেক দর্শক অন্য সিনেমা দেখতে এসে ‘বরবাদ’ দেখার ইচ্ছা প্রকাশ করলেও, সব টিকিট আগেই বিক্রি হয়ে যাওয়ায় তাদের ফিরে যেতে হয়েছে। তিনি আরও জানান, শুরুর এই সফলতা আশাব্যঞ্জক এবং সামনের দিনগুলোতে আরও ভালো ফলের প্রত্যাশা করছেন।

অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডেও প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’। দুই দেশে ঈগল এন্টারটেইনমেন্ট, সেরিশ আলমিরা ও বাজ প্রডাকশনস যৌথভাবে সিনেমাটি পরিবেশন করছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, নর্দার্ন টেরিটরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড ও তাউরাঙ্গা শহরে চলছে ‘বরবাদ’-এর প্রদর্শনী।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।