বিশ্বমঞ্চে শাকিব খানের এসকে ফিল্মস

বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবার পা রাখল আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনায়।

সিনেমা নির্মাণের পাশাপাশি এবার থেকে নিয়মিতভাবে উত্তর আমেরিকা (এসকে ফিল্মস ইউএসএ) এবং মধ্যপ্রাচ্যে (এসকে ফিল্মস ইউএই) চলচ্চিত্র পরিবেশনার কাজ চালাবে প্রতিষ্ঠানটি।

এই আন্তর্জাতিক উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা আসে গত ৯ এপ্রিল (বুধবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে। সম্মেলনে এসকে ফিল্মস ইউএসএ-এর পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’ মুক্তির মধ্য দিয়ে শুরু হচ্ছে এসকে ফিল্মসের আন্তর্জাতিক পরিবেশনার যাত্রা।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসকে ফিল্মস জানায়, শুধু উত্তর আমেরিকাই নয়, খুব শিগগিরই মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং অস্ট্রেলিয়াতেও চলচ্চিত্র পরিবেশনা শুরু হবে। এইসব অঞ্চলের জন্য ইতোমধ্যেই প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, এবারের ঈদুল ফিতরে বাংলাদেশের ১২০টি সিনেমা হলে মুক্তি পায় শাকিব খান অভিনীত ও এসকে ফিল্মস প্রযোজিত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পর থেকেই সিনেমাটি দেশজুড়ে দর্শকদের বিপুল সাড়া ফেলেছে। মুক্তির ১০ দিন পেরিয়ে গেলেও এখনো সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং একক প্রেক্ষাগৃহগুলোতে চলছে হাউজফুল শো।

দর্শকদের এই ব্যাপক আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতেই এবার আন্তর্জাতিকভাবে ‘বরবাদ’ মুক্তি দিচ্ছে এসকে ফিল্মস। যুক্তরাষ্ট্রে ১৮ এপ্রিল এবং কানাডায় ১৯ এপ্রিল সিনেমাটি মুক্তি পাচ্ছে।

যুক্তরাষ্ট্রে ‘বরবাদ’ চলবে নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো ও ফিলাডেলফিয়ার প্রেক্ষাগৃহগুলোতে।

কানাডায় ‘বরবাদ’ প্রদর্শিত হবে বাঙালি অধ্যুষিত তিনটি শহরে—মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টোতে।

এই উদ্যোগের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বদর্শকদের কাছেও পৌঁছাতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা—শুরুটা করছে শাকিব খানের ‘বরবাদ’ দিয়ে।

Leave a Reply

Your email address will not be published.