বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে শোবিজের ১৭ তারকাসহ ২৮৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হামলার ঘটনায় শোবিজ অঙ্গনের ১৭ জন তারকা শিল্পীসহ মোট ২৮৩ জনের বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও তিন থেকে চারশ’ জন অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে।

মামলার বাদী এনামুল হক অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে অভিযুক্তরা সরকারপন্থী অবস্থান গ্রহণ করে এবং আন্দোলন দমন করতে অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় আন্দোলনরতদের ওপর গুলিবর্ষণের ঘটনায় এনামুল হক নিজে ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ও অচেতন হয়ে পড়েন।

এই মামলার আসামিদের তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, নুসরাত ফারিয়া, আজিজুল হাকিম, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, ভাবনা, জায়েদ খানসহ আরও অনেকে।

মামলাটি প্রথমে আদালতে দায়ের করা হলেও বর্তমানে তদন্তের জন্য ভাটারা থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম। তিনি বলেন, “মামলাটি আদালত থেকে তদন্তের জন্য থানায় এসেছে। আমরা সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে তদন্ত কার্যক্রম পরিচালনা করছি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট তারকাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আপনি চাইলে এর সাথে একটি গ্রাফিক বা ছবি যোগ করে আরও আকর্ষণীয় করে তুলতে পারি। কি আপনি সেটি চান?