৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজ অঙ্গনে চলছে একধরনের স্থবিরতা।আটকে আছে শিল্পীদের কাজ।
এই তালিকায় আছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী মাহিয়া মাহিও। গেল মাসে তার ‘স্বপ্নবাজি’ সিনেমার কাজ শুরুর কথা ছিল। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশ উত্তাল হওয়ায় আপাতত বন্ধ আছে এর শুটিং। আর কবে নাগদ শুরু হবে, সে কথাও জানেন না এই চিত্রনায়িকা।
এসবের মধ্যে নায়িকার বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে- পুরোনো একটি ফেসবুক পেজ। যেটির নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে। তাও আবার ভেরিফায়েড (নীল ব্যাজ) পেজ।
২০১৪ সালে নায়িকার এই পেজটি হ্যাক হয়। এখনও পর্যন্ত তা নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি তিনি। আর এর কারণ মাহি নিজের অ্যাকাউন্ট বা পেজ ভেরিফাইও করতে পারছে না। বাধ্য হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরামর্শ চেয়েছেন মাহি।
অভিনেত্রী থেকে নেত্রী হতে চেয়ে ব্যর্থ হয়েছেন এই চিত্রনায়িকা। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিতে চেয়েও মনোনয়ন পাননি তিনি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে ‘রাজশাহী-১’ আসন থেকে গেল সংসদ নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হন।