ভারত নেয়নি, পাকিস্তানও নিলো না শাকিবের ‘দরদ’

গত ১৫ নভেম্বর দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘দরদ’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত রোমান্টিক সাইকো-থ্রিলার এ ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন।

শাকিব ভক্তদের জন্য বড় দু:সংবাদ নিয়ে এলো দরদ। শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান বা সর্বভারতীয় এই ছবিটি মুক্তি পায়নি খোদ ভারতে। এবার পাকিস্তানও ফিরিয়ে দিল ছবিটি।

জানা গেছে, প্রিভিউয়ের পর পাকিস্তানে ছবিটির মুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে।

শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান ছাড়াও ‘দরদ’ ছবিতে অভিনয় করেছেন ভারতের পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ।

‘দরদ’ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত রোমান্টিক সাইকো-থ্রিলার ছবি। সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন।

পাকিস্তানে ছবিটির প্রিভিউ প্রত্যাখ্যাত হওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে অনন্য মামুন বলেন, ‘একটি প্রিভিউ কমিটি প্রত্যাখ্যান করেছে। আরো কমিটি আছে, তারা দেখার পর গৃহীত হতে পারে।’

ভারতে ছবি মুক্তি পেল না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতে ছবি মুক্তির ব্যাপারে কথা চলছে। আগামী মাসে ইতিবাচক খবর জানতে পারবো।’

পাকিস্তানে প্রায়ই বাংলাদেশের সিনেমা মুক্তি পায়। শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবিটিও পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলাদেশের ‘মোনা: জ্বীন-২’ পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ কয়েকটি প্রদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

‘দরদ’ পাকিস্তানে মুক্তির কথা শোনা গেলেও আজ জানা গেল ভিন্ন এই খবর।