ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়: পরীমণি

বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেন ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী পরীমণি।

শনিবার নতুন এক পোস্টে ভালোবাসার মানুষ সম্পর্কে লিখতে দেখা যায় এ তারকাকে। যেখানে তিনি লিখেছেন, ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন পরীমনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা সয়ং বিল গেটস, সবাই তার প্রাণের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে।

পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জ ওয়েতে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসে নিজের বলে জানো। ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়।

পরীর পোস্টে মন্তব্য করেছেন অনেক অনুরাগী। একজন লিখেছেন, ‘পরী এত সুন্দর কথা কেমনে লিখে।’ অপর একজন লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে কথা গুলো।’ অন্যজন লিখেছেন, ‘অনেক সুন্দর গঠনমূলক পোস্ট করেছেন।’ এমন ইতিবাচক মন্তব্যই লক্ষ্য করা গেছে।
অর্থাৎ নায়িকার এই পোস্ট মনে ধরেছে অনুরাগীদের।

Leave a Reply

Your email address will not be published.