আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটিতে আসছে মিশুক মিঠু পরিচালিত নাটক ‘বসন্তবৌরি’।
আর এই নাটকে জুটি বেধেঁছেন ছোটপর্দায় জনপ্রিয় দুই জনপ্রিয় মুখ খায়রুল বাশার ও তানজিন তিশা।
এর আগে বেশ কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা। এবার ভালোবাসা দিবসের জন্য নতুন আরেকটি নাটকে জুটি হয়েছেন।
নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ‘সময়ের জনপ্রিয় এই জুটিকে নিয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত। তারা দুজনই আমার পছন্দের শিল্পী। দর্শককে একটি ভালো কাজ উপহার দিতে সর্বোচ্চ পরিশ্রম করেন দুজনই। যার প্রমাণ তাদের আগের নাটকগুলো। তাই আশা করছি এ নাটকটিও দর্শক প্রিয়তা পাবে।’
নাটকটি নিয়ে আশাবাদী অভিনেতা খায়রুল বাশারও। তিনি মনে করেন, গল্প ভালো হলে দর্শক গ্রহণ করবেই। এ নাটক ছাড়াও এই অভিনেতার আরও কয়েকটি নাটক এবারের ভ্যালেন্টাইনে প্রচারিত হবে।
‘বসন্তবৌরি’ নাটকে বাশার-তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মিলি বাশার, শিল্পী সরকার অপু, মুহিত তমালসহ আরও অনেকে।