দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে সঙ্গীতশিল্পী ইভা রহমানের দাম্পত্য জীবনের বিচ্ছেদ হয়েছে। একইসঙ্গে ইভা রহমান নতুন সংসার জীবন শুরু করেছেন।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। তিনি বলেন, ‘বিয়ে করেছেন, এটা নিশ্চিত। এর বেশি কিছু বলতে পারব না।’
তবে এ ব্যাপারে ইভা রহমানের গ্রামীণ নাম্বারে বেশ কয়েকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন ইভা রহমান। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সঙ্গে সখ্য। দু’জনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছু দিন আগেই।
মাঝে চার বছর বিরতি দিয়ে ইভা রহমান গত বছর ‘মনের কথা’ শিরোনামের একটি গান দিয়ে ফিরেন। এটি প্রচারিত হয় গত বছরের ভালোবাসা দিবসে। এখন পর্যন্ত তার গাওয়া গানের ২৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।