হালের জনপ্রিয় পরিচালক অনন্য মামুন। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন ‘দরদ’ নামের একটি সিনেমা। আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
যৌথ প্রযোজনার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ভারতের সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।
অনন্য মামুন জানালেন, ভারতীয় সংগীত সংস্থা টি-সিরিজ থেকেই মুক্তি পাবে ‘দরদ’ ছবির সবকটি গান।
মঙ্গলবার (২২ অক্টোবর) অনন্য মামুন বলেন, ‘শাকিব খানের ছবি ‘দরদ’ কবে আসবে, এর গান কবে আসবে এটাই আপনাদের চাওয়া-পাওয়া। প্যান ইন্ডিয়ান ফিল্মে বাংলাদেশ থেকে একজন ডিরেক্টর গিয়ে মুম্বাইতে গিয়ে ধাক্কাধাক্কির করে জায়গা নেওয়াটা অনেক কষ্টের একটি বিষয়, অনেক চ্যালেঞ্জিং।’
তিনি বলেন, ‘আমরা অফিসিয়ালি আজকে জানাচ্ছি, ফাইনালি টি-সিরিজ থেকে ‘দরদ’ এর হিন্দি গানগুলো রিলিজ হচ্ছে। এ নিয়ে কোনো গ্যাপ নেই, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই।’
এই নির্মাতা বলেন, ‘আমাদের ছবির কাজ প্রায় সব রেডি। শ্যুটিং শেষ, সেন্সর শেষ। এর মানে আমাদের কাছে ছবিটি প্রস্তত। টি সিরিজ থেকে শিডিউল বের করতে অনেক বড় যুদ্ধ ছিল। এখন আমরা ফাইনালি টি-সিরিজ থেকেই ‘দরদ’ এর গান বের করব, আর এটিই সবচেয়ে বড় খবর আপনাদের জন্য। এদিকে ২২ টা দেশ আমরা প্রস্তত রেখেছি ছবিটা রিলিজ দেওয়ার জন্য।’