মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে: নিলয়

অভিনেতা নিলয় আলমগীর ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও দর্শক মাতিয়ে চলছেন। এর মধ্যে কয়েক দিন আগেই পরিবার নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন এ অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৮ জানুয়ারি খবরটি নিজেই জানিয়েছিলেন নিলয় আলমগীর।

সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সেখানকার অভিজ্ঞতা। তবে অভিনেতার সেই পোস্টে রীতিমতো আসে বিরূপ মন্তব্য। এতে খানিকটা বিরক্ত এই অভিনেতা।

গতকাল দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলয় লিখলেন, ‘এর আগেও আমি অনেক দেশে গিয়েছি। ছবি পোস্ট করেছি। এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি। কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে। কারণটা কি, কিছুই বুঝতে পারলাম না।’

তিনি আরও লিখেছেন, ‘পবিত্র নগরীতে এসেছি। ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মত আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন আবার আসবো, বারবার আসবো। আপনিও আল্লাহর কাছে দোয়া  করবেন যাতে আপনিও আসতে পারেন এখানে। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহই ভালো জানেন।’

সবশেষে অশালীন মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘বাজে কমেন্টগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে।’

Leave a Reply

Your email address will not be published.