মনোজ-নাদিয়ার ‘জীবনের অবেলায়’

জীবনের অবেলায়’ নাটকের একটি দৃশ্যে মনোজ প্রামাণিক ও সালহা খানম নাদিয়া

একটা পরিবার। সেই পরিবারে কিছু টানাপোড়েন। সেই পরিবারের ছেলে রাশেদ। নানা টানাপোড়েনে সে জীবনের অবেলায় এসে ভীষণ একা। তার আত্মত্যাগের মূল্য শূন্য। এখন কী করবে রাশেদ?

এ রকম একটা গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘জীবনের অবেলায়’। শাহজাহান শামীমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সারোয়ার হোসাইন। দেখা যাবে আগামী শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টিভিতে।

পরিচালক সারোয়ার হোসাইন

নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। তার বিপরীতে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। আরও অভিনয় করেছেন শিশির সরদার, সানজানা স্বর্ণা, দিলু মজুমদার, মিলি বাশার, ইশরাত জাহান তাসফির ও জিতা মজুমদার।

নাটকটি সম্পর্কে পরিচালক সারোয়ার হোসাইন বলেন, মধ্যবিত্ত শিক্ষিত একটা ছেলে কিভাবে পরিবারের জন্য আত্মত্যাগ করতে পারে আমি এই নাটকের মাধ্যমে সেই বাস্তবতা দেখানোর চেষ্টা করেছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। নাটকটির চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ, আবহ সঙ্গীত পরিচালনায় শাহরিয়ার আলম মার্সেল, গীত রচনায় মাহবুব রহমান।