মহানবীকে অবমাননার দায়ে ইরানে পপ গায়কের মৃত্যুদণ্ড

ইরানের একটি আদালত মহানবী (সা.) কে অপমান করার অভিযোগে গায়ক আমির হোসেইন মাঘসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম ইতেমাদের অনলাইন প্রতিবেদনে বলা হয়, ‘সুপ্রিম কোর্ট গায়কের আগের পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউটরের আপত্তি গ্রহণ করেছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘মামলাটি পুনরায় খোলা হয়েছে এবং এবার আসামিকে মহানবী (সা.) কে অপমান করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

তবে আদালতের রায়টি চূড়ান্ত নয় এবং আপিল করা যেতে পারে।

৩৭ বছর বয়সী এই গায়ক ২০১৮ সাল থেকে তুরস্কের ইস্তাম্বুলে বসবাস করেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তুরস্ক পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে। এরপর থেকে তিনি ইরানে আটক রয়েছেন।

গায়ক আমির হোসেইনকে যিনি টাটালু নামে পরিচিত, এর আগে পতিতাবৃত্তি প্রচার করার জন্য ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া ইসলামি প্রজাতন্ত্রবিরোধী প্রচার ও অশ্লীল কনটেন্ট প্রকাশের অভিযোগেও তাকে অভিযুক্ত করা হয়েছিল।

টাটালু, যিনি র‍্যাপ, পপ এবং আরঅ্যান্ডবি মিশ্রিত সংগীতের জন্য পরিচিত, একসময় তরুণ, উদারমনা ইরানিদের কাছে পৌঁছানোর জন্য রক্ষণশীল রাজনীতিবিদদের নজরে আসেন।

২০১৭ সালে তিনি ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি টেলিভিশন সাক্ষাতে অংশ নেন। তবে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্সির সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার প্রকাশিত একটি গান বিতর্কের জন্ম দেয়।