মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’। মঞ্চ তৈরিতে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। বিজয় দিবসে বেলা ১২টা থেকে শুরু হবে জনসাধারণের জন্য উন্মুক্ত এই কনসার্টের আনুষ্ঠানিকতা।
আয়োজকরা জানিয়েছে, কনসার্টে নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।
এছাড়া গান গাইবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এর আগে গত মঙ্গলবার দেশীয় সংস্কৃতি রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ ঘটে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের। এক সংবাদ সম্মেলনে ‘সবার আগে বাংলাদেশ’র আহ্বায়ক ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ ঘোষণা দেন।
এ্যানি বলেন, ‘সবার আগে বাংলাদেশ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। ‘
তিনি আরও বলেন, ‘আমাদের বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই এই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু হলো।
বিজয় দিবসে আমরা নতুন প্রত্যাশা নিয়ে, নতুনভাবে বাংলাদেশের জনগণ ও নতুন প্রজন্মের কাছে হাজির হবো। ‘